হাকিম আজিজ, স্টাফ রিপোর্টার: : স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে জেলার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শহরে পাতাকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
বিকেলে ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে একটি পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে আড়াইআনী বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন নালিতাবাড়ী শাখার সভাপতি একরামুল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম ফারুক।
এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর শাখার নেতা হুমায়ন মুজীব, জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা, ক্ষেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী শাখার সভাপতি আব্দুল হালিম, সম্পাদক হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টি শেরপুর সদর শাখার সম্পাদক হুমায়ন কবীর খোকন, জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়ন শেরপুর সদর শাখার সভাপতি মনোয়ারা খাতুন লিলি, সম্পাদক সফুরা খাতুন, ক্ষেতমজুর ইউনিয়ন কলসপাড় ইউনিয়ন শাখার সভাপতি শহীদ মাস্টার, সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।