নালিতাবাড়ী (শেরপুর) : স্বাধীনতা দিবসে সোহাগপুর বিধবাপল্লীর জীবিত ২৫ জন বিধবার মাঝে শাড়ি বিতরণ করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে বিধবাপল্লীতে আয়োজিত স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা শেষে শাড়ি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ছানাউর রহমান ছানা, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং বিধবাপল্লীর শহীদ জায়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।