আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মরনীয় রাখতে অলাভজনক প্রতিষ্ঠান ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেল ৩টায় পৌরশহরের ছোট যমুনা নদীর পাশের ডায়াবেটিকস এন্ড হাইপারটেনশন কেয়ারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ড.আব্দুল্লাহ হাশমি, মোঃ আব্দুল গফুর, ডাঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।