শফিউল আলম লাভলু, স্টাফ রির্পোটার: স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (২৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ, সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ প্রমুখ।
পরে সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়নচিত্রের স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।