1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

শ্রীবরদীতে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে র‌্যালী, আলোচনা সভা ও উন্নয়ন প্রদর্শনীর স্টল উদ্বোধন করা হয়েছে।
২৭ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল আমিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।
পরিষদ চত্বরে সরকারের উন্নয়ন প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩২টি স্টল শোভা পাচ্ছে। সভা শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com