1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

কলাপাড়ায় ২ যুবকের মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় পৃথক দুুটি ঘটনায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলো- ফরহাদ হোসেন (৩২) এবং আনিসুর রহমান মুসুল্লী (৩০)। এ ঘটনা দুটি ঘটেছে উপজেলার ধানখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতে ও ধুলারসার ইউনিয়নের তারিকাটা গ্রামে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে শুক্রবার মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রামনাবাদ নদী থেকে ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। সে জাহাজের পাখার সাথে জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও বরিশাল থেকে এক দল ডুবুরীরা এসে ফরহাদের লাশটি উদ্ধার করে। তার বাড়ি চট্রগ্রামের স্বন্দীপ এলাকায়। সে ওই এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।
অপরদিকে পারিবারিক কলহের জের ধরে মো,আনিছুর রহমান নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। তাকে বৃহস্পতিবার রাতে আশংকা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সে উপজেলার ধুলারসার ইউনিয়নের তারিকাটা গ্রামের মৃত ইউনুস মুসুল্লীর ছেলে। এ ব্যাপাকে কলাপাড়া ও মহিপুর থানায় পৃবলে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কলাপাড়া ও মহিপুর থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com