মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গিয়ে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, উপপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশার জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রবৃন্দ, জনপ্রতিনিধি।