শেরপুর: বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। সেই সাথে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলার ।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিকের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার মো: হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকারের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম ,পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ডিসি উদ্যানে স্থাপিত বিজয়মঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।