শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলায় উন্নয়নচিত্র নিয়ে স্থান পেয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্টল।
সবগুলোর স্টলের মধ্যে এলজিইডি’র স্টলটি সবার মন কেড়েছে। মেলায় দর্শনার্থীরাও ভিড় জমিয়েছেন এই স্টলে। মেলার বিভিন্ন উন্নয়নের স্থাপনাগুলো দেখে মনে হয় নিপুন হাতে এসব বানিছেন এলজিইডি বিভাগ। সবচেয়ে মন কেড়েছে স্টলের ব্রিজটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এই ব্রিজের উপর দিয়ে হেটে যেতেও দেখা গেছে।
উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ বলেন, আমরা এই স্টলে যা দেখিয়েছি সবই ডেমো। কিন্তু বাস্তবে এগুলো নকলা উপজেলায় এলজি্ইডি’র পক্ষ থেকে করা হয়েছে। বাস্তব চিত্রগুলোই আমরা মেলায় ডেমো হিসেবে ফুটিয়ে তোলার চেষ্ঠা করেছি।