বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ডজন ডজন চেয়ারম্যান প্রার্থীর নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি’র কিছু প্রার্থী রয়েছে। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউবা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউবা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৪ নং নয়াবিল ইউনিয়নের নির্বাচনী হালচাল।
৩৩ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২০ হাজার। অতীত থেকে প্রভাবশালীরা এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেও নানা কারণেই যোগাযোগ ব্যবস্থায় বলাচলে এখনও পিছিয়ে। যদিও অধিক জনগুরুত্বপূর্ণ সড়কগুলো পাকা। তথাপিও বর্তমান সময়ে এ ইউনিয়নে কাঁচা রাস্তার তুলনায় পাকা সড়ক অনেকাংশেই কম। মাত্র ১২ কিলোমিটার রাস্তা পাকা থাকলেও কাঁচা রয়েছে ২৫ কিলোমিটার। ১৮টি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নে শিক্ষার হার শতকরা ৬০ ভাগ। রয়েছে স্থলবন্দর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসহ সবুজে ঘেরা গারোপাহাড়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়াবিলে প্রচার-প্রচারণায় নবীন-প্রবীনে প্রার্থী রয়েছেন ৭জন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ইউনুছ আলী দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নূর ইসলাম, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি লতিফুল ইসলাম বকুল, সাবেক ছাত্রলীগ সদস্য তোফাজ্জল হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন নিক্সন।
এরমধ্যে জনসম্পৃক্ততা ও সুখে-দুঃখে সবসময় সব মানুষের পাশে থাকায় এখনও তুমুল জনপ্রিয় বর্তমান চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান। ফলে তিনি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাঝপথে একই দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করলে টানা তিনবারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল তার। দীর্ঘদিন এ ইউনিয়নটিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকা ব্যক্তিরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন আশানুরূপ হয়নি। ফলে বর্তমান চেয়ারম্যানকে নিয়ে কিছুটা অনাগ্রহ রয়েছে ভোটারদের। তথাপিও আওয়ামী লীগ তথা বর্তমান চেয়ারম্যানের বাইরে এ ইউনিয়নে ওয়েটফুল প্রার্থীর সংকট ইউনুছ চেয়ারম্যানকে এগিয়ে রেখেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নূর ইসলাম গেল নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিন শতাধিক ভোটের ব্যবধানে হেরে গেলেও বাস্তবে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অনেক কম। অনেকটা জনবিচ্ছিন্ন এ প্রার্থী শুধুমাত্র দলীয় প্রার্থী হিসেবে মাঠে থাকায় এগিয়ে এসেছিলেন। মানুষ হিসেবে ভদ্র তবে আত্মকেন্দ্রিক হওয়ায় ব্যক্তিগত অর্জন বলতে তেমন কিছু নেই বললেই চলে। উপরন্তু আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে নিয়োগে বিতর্কসহ নানা বিতর্ক রয়েছে তাকে ঘিরে।
সাবেক চেয়ারম্যান কবির হোসেন অবৈধ বালু উত্তোলন ও দলের সাথে সম্পৃক্ততা না থাকাসহ নানা বিতর্কে অবস্থান হারিয়েছেন আগেই। যদিও পারিবারিকভাবে তিনি ওয়েটফুল প্রার্থী। কিন্তু বর্তমানে এখানেও রয়েছে প্রবল সংকট।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মূল স্রোতের বাইরে অবস্থান করাসহ নানা কারণে তিনি খুব একটা হিসেবে আসছেন না।
তবে নবীনদের মধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন নয়াবিল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি লতিফুল ইসলাম বকুল। যদিও আওয়ামী লীগের অন্য একটি গ্রুপের সমর্থনকারী হওয়ায় দলীয় ছায়া থেকে অনেক দূরে তিনি। কিন্তু পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে এগিয়ে এনেছে বেশ। তার পিতা সাবেক ইউপি সদস্য মরহুম আতাব উদ্দিন একজন জনপ্রিয় ও পরিচিত মুখ ছিলেন। বিনয়ী, ভদ্রতা ও আর্থিক স্বচ্ছলতাসহ নানা কারণে তার ব্যক্তি ইমেজ যথেষ্ঠ ভালো। এছাড়াও সাবেক চেয়ারম্যান মরহুম নূর রহমানের ভাগ্নে হিসেবেও তার পরিচিতি থাকায় ভোটারদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।
অন্য নবীন প্রার্থী সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা বেশ জোরেসোড়ে প্রচার-প্রচারণায় নেমেছেন। সদা হাস্যোজ্জল রানা শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযোদ্ধা পরিবারের নাতি হিসেবে তিনি নিজের পরিচয় তোলে ধরে নানা সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করে বর্তমান আওয়ামী লীগের টাচে রয়েছেন। আওয়ামী লীগের অন্য একটি গ্রুপের সমর্থক হলেও কট্টরপন্থী না হওয়ায় তার খুব একটা বেগ পেতে হচ্ছে না। এসএসসি ৯২ ব্যাচ এর সহপাঠি বন্ধুদের সহযোগিতায় তিনি বেশ এগিয়ে যাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
ইউনিয়নের সার্বিক অবস্থা বিবেচনায় বর্তমান চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে তাকে হিসেব করেই অন্যদের এগুতে হবে। তবে দলীয় সিদ্ধান্তে যদি স্বতন্ত্র হিসেবেও তিনি মাঠে না আসেন সেক্ষেত্রে তার ভোট ব্যাংক নবীন দুই প্রার্থী তোফাজ্জল হোসেন রানা ও লতিফুল ইসলাম বকুলের হিসেবে জমা পড়বে এটা প্রায় শতভাগ নিশ্চিত। এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে উল্লেখিত তোফাজ্জল হোসেন রানা এবং লতিফুল ইসলাম বকুল যথেষ্ট আলোচনায় এসেছেন। এর বাইরে কাউকে নির্বাচিত করতে গেলে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব ছাড়া কোনভাবেই সম্ভব হবে না।