শেরপুর প্রতিনিধি : শেরপুরের আদালত প্রাঙ্গন থেকে ভারতীয় মদের বোতলসহ তৌফিকুর রহমান এনামুল নামে এক চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার হয়েছেন। গত রবিবার (২৮মার্চ) তাকে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন।
সূত্র জানায়, ধানশাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান এনামুল শেরপুর জজকোর্ট বিল্ডিংয়ে প্রবেশকালে আদালতের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্তৃক মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করতে গেলে সিগন্যাল পরে। এসময় এনামুল আত্মরক্ষায় পেছন ফিরে দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় ও তার পিছু ধাওয়া করে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ভারতীয় একটি মদের বোতল জব্দ করা হয়। নিয়মিত মামলা শেষে পরদিন সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়রা জানান, এনামুল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আসন্ন ধানশাইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এনামুল সাবেক ছাত্রদল নেতা হওয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কবে কোথায় কিভাবে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন এ বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।