নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের উত্তর বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার নিজস্ব ‘টে লোডার’ দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে তিন দিনের সময় বেঁধে দিয়ে শহরের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়কের পাশে রাস্তার জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও চালা সড়িয়ে নিতে মাইকিং করা হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও সংশ্লিষ্টরা এ বিষয়ে কর্ণপাত না করায় শহরে যানজট নিরসন ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। অভিযানের অংশ হিসেব গত দুইদিনে শহরের গড়কান্দা এলাকায় বিচ্ছিন্ন কিছু স্থাপনা ও আজ মঙ্গলবার দুপুরে উত্তর বাজার কালিবাড়ি রোড থেকে উপজেলা পরিষদ এলাকা পর্যন্ত দুইপাশে রাস্তার দুই পাশে থাকা চালাসমূহ উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে শহরবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তবে মাঝে মধ্যে এখনও রয়ে যাওয়া বেশকিছু স্থাপনা ও বিশেষ করে মধ্যবাজার চুরিমালা পট্টি থেকে শুঁটকি মহল পর্যন্ত এবং মেইন রোডের দুইপাশে দক্ষিণ বাজার সোনালী ব্যাংক পর্যন্ত এলাকা অভিযানের আওতায় আনার দাবি জানিয়েছেন।