শেরপুর : ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ি জেলা শেরপুরের দুইটি পর্যটন কেন্দ্র ও দুইটি দর্শনীয় স্থান আগামী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। কোভিড-১৯ করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধির জন্য বুধবার (৩১ মার্চ) জেলা প্রশাসন আনার কলি মাহবুব এ নির্দেশনা জারি করেন।
বিকেলে জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত পত্রে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১লা এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২১ পর্যন্ত শেরপুরের দুইটি পর্যটন কেন্দ্র ঝিনাইগাতির গজনী অবকাশ ও নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এবং জেলা শহরের অর্কিড গার্ডেন ও ডিসি উদ্যান বন্ধ থাকবে।
এ ঘোষণার ফলে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে গেল বছরের ১৯ মার্চ পর্যটন কেন্দ্র দুটি বন্ধ ঘোষণা করা হয়। খোলে দেওয়া হয় ১লা নভেম্বর।