1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

অভাবের কারণেই সাইফের বাড়িতে চুরি করতে ঢোকেন শরিফুল

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : এলোপাথাড়ি ছুরির আঘাতে মারাত্মক জখম হয়েছিলেন সাইফ আলি খান। পাঁচ দিন হাসপাতালে কাটিয়ে সদ্য বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত স্থিতিশীল তার অবস্থা।

এরই মধ্যে ধরা পড়েছেন গভীর রাতে সাইফ ও করিনার বান্দ্রা এলাকার অভিজাত আবাসনে ঢুকে পড়া ব্যক্তি। যার নাম শরিফুল ইসলাম শেহজাদ।

মুম্বাই পুলিশের দাবি করেছে, শরিফুল বাংলাদেশের নাগরিক। মেঘালয়ের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে এ দেশে ঢোকেন প্রায় সাত মাস আগে। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে দালালের মাধ্যমে একটি মোবাইল সিম কিনে ফেলেন। কাজের সন্ধানে চলে যান মুম্বাই।

এদিকে সাইফ আলি খানের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া শরিফুলকে তেমন কোনও অভিযোগে বিদ্ধ করছে না মুম্বাই পুলিশ। বরং তারা জানিয়েছে, দারিদ্র আর অসুস্থ মায়ের চিকিৎসার সুরাহা করতেই ভারতে এসে কাজের সন্ধান করছিলেন তিনি। বিফল হয়ে বিত্তবানের ঘরে ঢুকে মহামূল্য কোনও সামগ্রী হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঠাণে এলাকার একটি হোটেলে কাজ করতেন শরিফুল। ১৫ ডিসেম্বর সেই কাজটি হারান। তার পর থেকেই মরিয়া হয়ে উঠেছিলেন অর্থ রোজগারের জন্য।

পুলিশ দাবি করেছে, চুরির উদ্দেশ্যেই গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বান্দ্রা ও খারের অভিজাত এলাকা ঘুরে ঘুরে দেখেন। ওরলি এবং ঠাণে এলাকার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁতে শরিফুল কাজ করতেন। বেতন পেতেন ১২-১৩ হাজার টাকা। এর সিংহভাগই তাকে পাঠিয়ে দিতে হতো বাংলাদেশে মায়ের চিকিৎসার জন্য। ফলে ভারতে শুধু বেতনের উপর ভরসা করতে পারছিলেন না। গত অগস্ট মাসেও ওরলির একটি রেস্তরাঁয় চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি, দাবি করেছেন ওই রেস্তোরাঁর ম্যানেজার।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ডাউকি নদী পেরিয়ে মেঘালয় ঢুকেই এক দালালের হাতে পড়েন শরিফুল। ১০ হাজার টাকার বিনিময়ে ওই দালাল তাকে আসামে পৌঁছে দেন। তারপর সেখান থেকে কলকাতার বাসে তুলে দেওয়া হয়।

ভারতে গিয়ে মোবাইলে অর্থ লেনদেন সংক্রান্ত নানা অ্যাপ ব্যবহার করছিলেন শরিফুল। সেই সূত্রেই ধরা পড়ে যান গত রোববার।

এর আগে ১৬ জানুয়ারি সাইফের বাড়িতে হামলা চালানোর পর গা-ঢাকা দিয়েছিলেন তিনি। পুলিশ জানতে পেরেছে ১৮ জানুয়ারি অ্যাপ এর মাধ্যমে ৬০ টাকা দিয়ে ভুরজি পাও খেয়েছিলেন তিনি, খেয়েছিলেন ৬ টাকার চা। মোবাইলের সূত্রেই তার অবস্থান ধরে ফেলে মুম্বাই পুলিশ।

এরই মধ্যে শরিফুলের ব্যক্তিগত জীবনের সমস্যা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছে মুম্বাই পুলিশ। ফলে আক্রমণকারীর উপর রাগ ক্রমশ কমছে সাইফ-অনুরাগীদের। বরং খানিকটা যেন সহমর্মিতাই জেগে উঠছে।

অন্যদিকে ছুরিকাহত সাইফ যে ভালো আছেন, তা বোঝা গেছে মঙ্গলবার বিকেলেই। পিঠ টান করে বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। বর্তমানে নিজ বাড়িতেই বিশ্রামে আছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com