1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

নালিতাবাড়ীর বিভিন্ন ইউনিয়ন পরিষদে লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। পরিষদের আয়ের উৎস কম থাকায় বিদ্যুৎ বিল আদায়ে সংকট, বিদ্যুৎ বিভাগের যথেচ্ছা বিল তৈরি ও কোথাও বা পরিষদ কর্তৃপক্ষের উদাসীনতায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের প্রায় অধিকাংশেরই বিদ্যুৎ বিল বকেয়া। এরমধ্যে ১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের বকেয়ার পরিমাণ সবচেয়ে বেশি। প্রায় লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল এ পরিষদের বকেয়া রয়েছে বলে জানা গেছে। এছাড়াও ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের বকেয়া রয়েছে প্রায় ৭০ হাজারের অধিক। ফলে গত দুই মাস ধরে এ পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ৩২ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের। ২০ হাজারের উপরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৫নং রামচুন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদের। ১০ হাজার টাকার উপরে বকেয়া রয়েছে ১নং পোড়াগাঁও ও ২নং নন্নী ইউনিয়ন পরিষদের। বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৪নং নয়াবিল, ১০নং যোগানিয়া ও ১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদেরও। ৪৯ হাজার টাকা বকেয়া থাকলেও ইতিমধ্যেই ৩নং রাজনগর ইউনিয়ন পরিষদের বিল পরিশোধ করা হয়েছে। ৬নং কাকরকান্দি ইউনিয়ন পরিষদের বিলও পরিশোধ করা হয়েছে বলে জানানো হয়েছে। ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের বকেয়াও বুধবার পরিশোধ করা হয়েছে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বকেয়া পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ২৩ হাজার টাকা বকেয়ার জন্য ৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন করলেও পরপরই বকেয়া বিল পরিশোধ করায় পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে জনপ্রতিনিধিরা জানান, কোন কোন পরিষদে ব্যয়ের তুলনায় আয় কম। ফলে অনেক সময় নিয়মিত পরিশোধ করা যায় না। কিছু কিছু পরিষদে উদ্যোক্তা ব্যতীত খুব একটা বিদ্যুৎ খরচ অন্য কেউ করে না। সেক্ষেত্রে উদ্যোক্তার সাথে সমন্বয়হীনতা ও অবহেলাজনিত কারণেও বিলম্ব হয়। এছাড়াও কোন কোন পরিষদে জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতায় বিলম্ব হয়ে পড়ে। তবে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ বিভাগের যাথেচ্ছা বিল তৈরিকেও দায়ী করেন অনেকে।
এ বিষয়ে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল জানান, আমি নির্বাচিত হওয়ার পর আগে থেকে বকেয়া পড়া ৫ লক্ষাধিক টাকার বকেয়া বিদ্যুৎ বিল পেয়েছি। যা পরবর্তীতে আমার সময়েই পরিশোধ করা হয়েছে।
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাস্টার ক্ষোভ প্রকাশ করে জানান, আমাদের পরিষদে খুব একটা বিদ্যুৎ খরচ হয় না। ফলে প্রতিমাসে দুই থেকে তিনশ টাকার বিল করা হয়। কিন্তু গেল মাসের বিল ১১ হাজারের উপরে করায় আমরা পল্লী বিদ্যুতের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সোমবার পর্যন্ত তা সমন্বয় করার কথা বলেছি। তারপরও উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা না বলেই কর্মীরা গতানুগতিক আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। তিনি আরও বলেন, যেখানে লাখ টাকার উপরে বকেয়া সেসব ক্ষেত্রে সংযোগ ঠিক থাকলেও মাত্র ২৩ হাজারের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা উচিত হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com