1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২২ জনের মৃত্যু : আক্রান্ত, হার সবই কমেছে

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ঈদের পর দিন শনিবার দেশে করোনাভাইরাসে ২২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিগত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) মৃত্যুর এই সংখ্যা চলতি মাসের শুরুর দিকের দৈনিক মৃত্যুর অর্ধেকেরও কম।

গত ১ মে দেশে করোনায় ৬০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের দিনে মৃত্যুর এই সংখ্যা বিগত কয়েক দিনের তুলনায়ও বেশ কম। গতকাল শুক্রবার আগের ২৪ ঘণ্টায় ২৬ জন এবং বৃহস্পতিবার আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬১ জনের। এই সংখ্যাও কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম।

তবে ঈদের দিনে কমেছে নমুনা পরীক্ষাও। ঈদের দুদিন আগে অর্থাৎ বুধবার যেখানে ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে ঈদের দিন নমুনা পরীক্ষা হয়েছে মাত্র তিন হাজার ৭৫৮ জনের। পরীক্ষা কমেছিল তার আগের দিনও, সেদিন ৭ হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা হয়।

নমুনা পরীক্ষা কমায় ওই দিন শনাক্তও কমেছিল, ৮৪৮ জন। গত ৮ মার্চের পর এই প্রথম দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছিল। আর ঈদের দিন পরীক্ষা আরো কমায় শনাক্ত নেমে এল মাত্র বিগত এক বছরের মধ্যে সর্বনিম্নে।

আগের দিন শনাক্তের হার বাড়লেও ঈদের দিন তাও কমেছে। শুক্রবার যেখানে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ জানানো হয়েছিল, সেখানে আজ শনিবারের বুলেটিনে তা কমে ৬ দশমিক ৯৫ শতাংশ হয়েছে। এই হার কয়েক দিনের মধ্যে কম।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। তার আগের দিন বুধবার ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বুঝতে পারার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা অন্তত দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

গত এক দিনে নতুন শনাক্ত ২৬১ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬। আর নতুন করে ২২ জনের মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com