আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অনেক দেশে করোনার দ্বিতীয় দফা ঢেউ চললেও এবার বিদেশি মুসলিমদের হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান এই তথ্য জানিয়েছে।
গত ৯ মে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় চলতি বছর হজের ব্যাপারে বৈঠকে বসে। ওই বৈঠকেই বিদেশিদের হজের অনুমতির ব্যাপারে আলোচনা হয়। এর সূত্র ধরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার বিদেশিদের হজের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতি বছর সৌদি আরবে গড়ে ২৫ লাখ মুসলিম হজের উদ্দেশে যায়। তবে গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি।
গত মাসে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে এবারের হজের আয়োজন করা হবে। স্বাস্থ্য ইনিস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ণ অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে। কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।