1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ঘুটঘুটে অন্ধকার হাতিরঝিলের একাংশে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুন, ২০২১

ঢাকা: ৩ জুন বৃহস্পতিবার, রাত আনুমানিক সাড়ে ৯টা। রাজধানীর হাতিরঝিলের দক্ষিণ পার্শ্বের রাস্তায় দ্রুতবেগে ছুটে চলেছে বিভিন্ন যানবাহন। রামপুরা থেকে মগবাজারগামী গোটা রাস্তাজুড়ে সড়ক বাতি না জ্বলার কারণে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ফলে দ্রুত বেগে ছুটে চলা যানবাহনটি মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপভ্যান, মাইক্রোবাস নাকি জিপ তা বোঝার কোনো উপায় নেই। দ্রুতবেগে ছুটে চলা যানবাহনের হেডলাইটের তীব্র আলো যতক্ষণ জ্বলে ততক্ষণ রাস্তা দেখা যায়। মাঝে মাঝে রাস্তার পাশে পথচারীদের ফিসফাস শব্দে কথা বলতে শোনা যায়। মিনিট খানেক রাস্তাটিতে যানবাহন না এলে গোটা এলাকা মনে হয় যেন এক মৃত্যুপুরী!

হাতিরঝিলের চৌহদ্দি জুড়ে নির্মিত রাস্তাটি রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয়। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি বিভিন্ন এলাকার মানুষ রাজধানীর বিভিন্ন রাস্তার যানজট এড়াতে এ রাস্তাটি ব্যবহার করেন। অনেকেই অবসর সময় কাটাতে হাতিরঝিলে ছুটে আসেন।

বৃহস্পতিবার রাতে দেখা গেছে, হাতিরঝিলের রামপুরা অংশ থেকে মগবাজার পর্যন্ত ফুটপাতের সড়ক বাতিগুলো জ্বলছে না। ফলে গোটা রাস্তা অন্ধকারাছন্ন হয়ে আছে। দ্রুতবেগে যানবাহন চলাচল করার ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

আজিমপুর এলাকার বাসিন্দা আরিফ হোসেন প্রাইভেটকার নিয়ে সপরিবারে রাতে হাতিরঝিলে ঘুরতে যান। তেজগাঁও এফডিসির অদূরে হাতিরঝিলে প্রবেশ করে বেশ কিছুটা সময় ঘুরে রাতে যখন ফিরছিলেন তখন দক্ষিণ পার্শ্বে অর্থাৎ রামপুরা থেকে মগবাজার পর্য়ন্ত রাস্তা অন্ধকারাচ্ছন্ন দেখতে পান।

তিনি জানান, ‌এমন অন্ধকার হাতিরঝিল আর কখনো দেখেননি তিনি। ঘুটঘুটে অন্ধকার রাস্তায় রীতিমত ভয় পাচ্ছিলেন। বিশেষ করে অন্ধকার রাস্তায় দ্রুতবেগে যানবাহন ছুটে চলার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে তিনি ভয় পেয়ে যান। তবে কী কারণে সড়ক বাতি জ্বলেনি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com