নালিতাবাড়ী (শেরপুর) : চলন্ত পথে রাস্তার পাশে থাকা অন্যের ছাগল সিএনজিতে উঠিয়ে সটকে পড়া দুই চোরকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কাকরকান্দি এলাকা থেকে ওই দুই চোরকে ছাগলসহ আটকের পর সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
এরা হলো- শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (২৩) ও ঝিনাইগাতি উপজেলার ঘাঘড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শিপন আহমেদ (২২)।
জানা গেছে, উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার কৃষক ওমর সিং এর গৃহপালিত একটি ছাগল রাস্তার ধারে বাধা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে ছদ্মবেশি দুই যুবক সিএনজি করে এসে রাস্তার ধারে থামিয়ে ছাগলটি সিএনজিতে উঠিয়ে সটকে পড়ে। তবে এসময় এক পথচারী বিষয়টি দেখে ফেলেন। একটু পরই ছাগলের মালিক ওমর সিং তার ছাগল দেখতে না পেরে আশপাশে জানতে চাইলে ওই পথচারী বিষয়টি জানান। এসময় ওমর সিং একটি মোটরসাইকেলে করে দ্রুত খোঁজতে বেরুন। একপর্যায়ে কাকরকান্দি এলাকায় গিয়ে রাস্তায় চলন্ত সিএনজিটি দেখতে পান। পরে আশপাশের লোকজন নিয়ে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ চোর ও সিএনজিসহ ছাগলটি উদ্ধার করে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।