1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ ছাত্রলীগ নেত্রী!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পরীক্ষায় অংশগ্রহণ না করেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পাস করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ড. রুহুল আমিনকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া একই অভিযোগে ওই শিক্ষককে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ড. রুহুল আমিন আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত। তিনি ২০২১ সালে তার লেখা ‘বঙ্গবন্ধু জন্ম নিল সোনার বাংলায়’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও বানান। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় ওই শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দিয়েছেন বলেও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার গণিত বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও উত্তীর্ণ হন ছাত্রলীগ নেত্রী ওই শিক্ষার্থী। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়।

ঘটনা তদন্তে বুধবার রাতেই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন সদস্যের কমিটিতে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়াকে সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিককে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

সূত্র : কালবেলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com