আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের যুদ্ধাপরাধের বিচারকরা বসনিয়ার সাবেক সার্ব সামরিক প্রধান রাটকো ম্লাদিচের বিরুদ্ধে গণহত্যার দণ্ড বহাল রেখে আজীবন কারাবাসের আদেশ দিয়েছেন। বুধবার (৯ জুন) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
এরমধ্য দিয়ে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বেশি নৃশংসতায় বসনিয়ার সাবেক এই সামরিক প্রধানের জঘন্য ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়া গেল।
৭৮ বছর বয়সি রাটকো ম্লাদিচ বসনিয়ার সার্ব বাহিনীর হয়ে যুদ্ধে (১৯৯২-৯৫) নামেন। ২০১৭ সালে তিনি গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ বেসামরিক জনগণের ওপর সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত হন। বসনিয়ার রাজধানী সারায়েভোতে ৪৩ মাস ব্যাপী চলা অবরোধের সময় প্রায় ৮ হাজার মুসলমান হত্যা করেন তিনি।
এদিকে রায়ের পর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর সার্জ ব্রাম্মেরটেয বলেন, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ও বর্বর ব্যক্তির তালিকায় রাটকো ম্লাদিচের নাম অন্তর্ভুক্ত করা উচিত।
জেনারেল রাটকো ম্লাদিচ আজ আদালত কক্ষে হাজির হন একটি কালো রঙের স্যুট পরে। জার্মানির হেগে রায় ঘোষণার সময় তিনি মেঝের দিকে তাকিয়ে বিচারকের কথা শুনছিলেন।
এর আগে বলকান যুদ্ধের গণহত্যার এবং অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগে সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট স্লোবোডান মিলোসেভিচকেও বিচারের মুখোমুখি করা হয়েছিল। কিন্তু ২০০৬ সালে বিচার শেষ হওয়ার আগেই তিনি কারাবন্দী অবস্থায় মারা যান।