1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লকডাউনে যা চলবে, যা চলবে না

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ৩ দিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার। রোববার (২৭ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লকডাউনে যা চলবে, যা চলবে না

১। সী‌মিত প‌রিস‌রে সরকা‌রি বেসরকা‌রি অ‌ফিস চল‌বে, ত‌বে ‌নিজ ব্যবস্থাপনায় যাতায়ত কর‌তে হ‌বে।

২। পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব গণপ‌রিবহন বন্ধ থাকবে।

৩। সব শ‌পিংমল, মা‌র্কেট, পর্যটন স্পট ও বি‌নোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৪। খাবা‌রের ‌হো‌টেল-রে‌স্তোঁরা সকাল ৮ থে‌কে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় কর‌তে পার‌বে।

৫। সবার মাস্ক প‌রা, স্বাস্থ্যবিধি মানা‌ ও গণপ‌রিবহন বন্ধ রাখাসহ বি‌ধিনি‌ষেধ কড়াক‌ড়ি প্রতিপাল‌নে আইন শৃঙ্খলাবা‌হিনী কড়া দা‌য়িত্ব পালন কর‌বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!