বাংলার কাগজ ডেস্ক : করোনা সংকট সামনে রেখে দেশব্যাপী চাহিদা অনুযায়ী কোরবানির পশুর নিরাপদে পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খামারিদের তালিকা প্রস্তুত করার পর এই ট্রেনের সিডিউল নির্ধারণ করা হবে। এতে কিলোমিটার প্রতি ২০ টাকা করে ভাড়া পড়বে।
এর আগে শুধু জামালপুর থেকে ঢাকাগামী দুটি বিশেষ ট্রেন চালু ছিল ঈদে পশু পরিবহনের জন্য। এবার সারা দেশে এ ধরনের বিশেষ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বিঘ্নে পশু পরিবহন নিশ্চিত করতে ও চাঁদাবাজি রোধে এ উদ্যোগ নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ২১ জুন মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। গত ২৪ জুন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়েকে চিঠি দেয় রেলপথ মন্ত্রণালয়।