1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

একুশে পদক পেলেন যারা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০২০। এর মধ্যে পাঁচজন পাচ্ছেন মরণোত্তর পুরস্কার।

আজ বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্তরা হলেন—ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় বেগম ডালিয়া নওশিন (সংগীত), শঙ্কর রায় (সংগীত), মিতা হক (সংগীত), মো. গোলাম মোস্তফা খান (নৃত্য), এস এম মহসীন (অভিনয়), অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান (চারুকলা)।

মুক্তিযুদ্ধে হাজী আক্তার সরদার (মরণোত্তর), আব্দুল জব্বার (মরণোত্তর), ডা. আ. আ. ম. মেসবাহুল হক (মরণোত্তর), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ, গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবার সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, সিকদার আমিনুল হক (মরণোত্তর), নাজমুন নেসা পিয়ারি, চিকিৎসায় ডা. সায়েবা আক্তার।

গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য একটি প্রতিষ্ঠান পেয়েছে একুশে পদক। এটি হলো— বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com