1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনা বিভাগে এক দিনে আরও ৬০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের।

রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

তিনি জানান, এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৩ জন মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১৪ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। বাগেরহাটে মারা গেছেন ২ জন, শনাক্ত হয়েছে ১৪৪ জনের। সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। যশোরে জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

এছাড়া, নড়াইলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন। মাগুরাতে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৮১ জন।  ঝিনাইদহ জেলায় মারা গেছেন ৩ জন, আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কুষ্টিয়ায় মারা গেছেন ১৩ জন, আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। চুয়াডাঙ্গা জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। মেহেরপুর জেলায় মারা গেছেন ৫ জন ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!