1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মেনেই বসছে গরুর হাট

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন। এ লকডাউন উপেক্ষা স্বাস্থ্যবিধি না মেনে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কুয়াকাটা পৌর এলাকায় বসেছে জমজমাট গরুর হাট।
পৌর শহরের ৭নং ওয়ার্ডের মাহবুবুর রহমান সড়কে শনিবার এ হাট বসায় পৌরসভা। লকডাউনের মধ্যে ১ কিলোমিটার দীর্ঘ এ গরুর হাটে হাজারো ক্রেতা বিক্রেতা পশু কেনা-বেচা করতে কারোই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। কাঁধে কাধঁ মিলিয়ে চলাফেরা করছে। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতাদের মুখে ছিল না মাস্ক, ছিলো না কোন সামাজিক দূরত্ব। এ নিয়ে সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাজার কর্তৃপক্ষ বলছে, প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় হাট বন্ধ রাখা সম্ভব হয়নি। সর্বাত্মক লকডাউনের ১০ম দিনে কুয়াকাটায় এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌর মেয়র এ বছর নতুন পশুর হাট ইজারা দিয়েছেন। কিন্তু পশুর হাটের জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মাহবুবুর রহমান সড়কে প্রতি শনিবার হাট বসানোর সিদ্ধান্ত নেয়। কার্পেটিং সড়কেই প্রতি শনিবার হাট বসছে। প্রশাসনের নজরদারী না থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখে হাজারো ক্রেতা-বিক্রেতা ভীড় জমিয়েছে কোরবানীর পশু বেচা-কেনা করতে। স্বাস্থ্যবিধি মানতে পৌর কর্তৃপক্ষ কিংবা ইজারাদারের কোন উদ্যোগ চোখে পড়েনি। প্রশাসনও এ বিষয়ে উদাসিন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আবু হাসনাত মো: শহিদুল হক গণমাধ্যমকে জানান, গরুর হাট বসানো বন্ধ রাখার জন্য এর আগে পৌর মেয়রকে নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও যদি হাট বসানো হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com