শেরপুর : শেরপুরে মাধ্যমিক পর্যায়ের ট্রাকভর্তি ৯ হাজার বিনমূল্যে বিতরণের সরকারি বই জব্দ করেছে থানা পুলিশ। এসব বই ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত নয়টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে জব্দ করা হয়। এসময় মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক নয়টার দিকে বিনামূল্যে বিতরণের জন্য সরকারীভাবে দেওয়া ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই নিয়ে একটি ট্রাক শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে গণনা করে ওই ট্রাকে ৯ হাজার বই পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত ছিল।
তবে এগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয় জানিয়ে শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান বলেন, অন্য কোন জেলার বই হতে পারে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল। এরইমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে।