বাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় স্থানীয় ওষুধের দোকানগুলোতে দেখা দিয়েছে জ্বর-সর্দি-কাশির ওষুধের ব্যাপক সংকট।
জানা গেছে, পৌর শহরসহ এলাকার ১২টি ইউনিয়নে ওষুধের দোকান রয়েছে ৩ শতাধিক। এসব দোকানে স্কয়ার এবং বেক্রিমকো কোম্পানীর জ্বর-সর্দি ও কাশির ওষুধের অনেক চাহিদা রয়েছে। এই মুহুর্তে রোগীরা সাধারনত এসব ওষুধ ক্রয় করে থাকেন বেশি। গত ১ মাস ধরে এ ওষুধগুলোর প্রচুর সংকট দেখা দিয়েছে।
এদিকে ছোট ছোট ওষুধ ব্যবসায়ীদের অভিযোগ, বড় বড় দোকানগুলোতে মজুদ থাকার কারনে এমন সংকটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া পৌর শহরের ওষুধ ব্যবসায়ীরা এ প্রতিবেদককে বলেন, দীর্ঘ এক মাস যাবত নাপা গ্রুপ এবং এইচ গ্রুপের ওষুধগুলো অর্ডার করলে তা পাওয়া যাচ্ছে না। অথচ কিছু কিছু বড় দোকানে বিশেষ ব্যক্তিরা এ ওষুধ পাচ্ছেন বলে গ্রাহকরা অভিযোগ করেছেন।
বিভিন্ন ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে কথা বললে তারা গণমাধ্যমকে বলেন, কোম্পানীর সরবরাহ কম। এর ফলে ওষুধের এ সংকট দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার সাংবাদিকদের বলেন, কয়েক মাস ধরে বিভিন্ন রোগ নিয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তারা বেশিরভাগই জ্বর নিয়ে আসছে। জ্বর বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। তবে অধিকাংশ রোগীই এখন জ্বর নিয়ে আসছে।