1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

যশোরে জমা-জমি সংক্রান্তের জেরে বড় ভাই-ভাবীর হাতে ছোট ভাই খুন

  • আপডেট টাইম :: রবিবার, ১১ জুলাই, ২০২১
যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় জমা-জমি সংক্রান্তের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিন (৩০) খুন হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলার (নাভারনের পার্শ্ববর্তী) জিরানগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি শনিবার সকালে জানাজানি হয়। নিহত জসিম উদ্দিন ঐ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। রবিবার সন্ধ্যায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই আব্দুর রউফ, ভাবী লিপি বেগম ও ভাতিজী সাদিয়া খাতুনকে আটক করেছে।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, নিহত জসিম সহজ-সরল ভালো ছেলে ছিলো। সে ঐ গ্রামে কৃষি কাজ করতেন। সে ছিল অবিবাহিত। দীর্ঘদিন ধরে বড় ভাই আব্দুর রউফ বিদেশে থাকতো। বাড়ি আসার পর পাকা ঘরবাড়ি করেছে। জসিম বড় ভায়ের সাথে একই বাড়িতে বসবাস করেন।  ছোট ভাই জসিম বড় ভাইয়ের কাছ থেকে জমির ভাগ চাইলে দু’ভায়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জের ধরে শুক্রবার রাতে আব্দুর রউফ এবং তার স্ত্রী লিপি কে সাথে নিয়ে মধ্যরাতে জসিমকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করেন। সকাল বেলা বিষয়টি জানাজানি হলে তারা বলে বাথরুমে যাওয়ার সময় পড়ে মৃত্যুবরণ করেছে। নিহত জসিম এর নাকে, মুখে এবং গলায় অনেকগুলা নোকের আচর দেখা যায়। স্থানীয় প্রভাশালীরা প্রশাসনকে ম‍্যানেজ করে শনিবার বিকালে লাশ দাফন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বড় ভাই আব্দুর রউফ বলেন, রাতে দোকান থেকে বাড়ি এসে প্রসাব করার জন্য জসিম বাইরে গেলে সেখানে বাঁশের কঞ্চি উপরে পড়ে যায়। সেখান থেকে নাকে, মুখে এবং গলায় দাগ হয়।
ঐ গ্রামের মেম্বার কে এম হাসান আলী বলেন, কিছুদিন যাবত দুই ভাই এর ভিতর ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। মৃত জসিম আমার কাছে অভিযোগটি জানায়। আমি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শনিবার এক জায়গায় বসে মীমাংসা করার কথা দিয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না। অবশেষে শনিবার সকাল হলে শুনতে পাই জসিম মৃত্যুবরণ করেছে।
নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান ও শার্শা থানার তদন্ত ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য ৩ জনকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কোন কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com