1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

খুলনা বিভাগে করোনায় এক দিনে ৪৮ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরোদৌসী আক্তার এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১১ জুলাই) খুলনা বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (৯ জুলাই) এ বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, বাগেরহাটে ২ জন এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭৩ হাজার ১৯২ জন। তাদের মধ‌্যে মারা গেছেন ১ হাজার ৬৪১জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ১০৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com