রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় সরকারি খালের দখল নিয়ে দুইগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের মারাত্মক আহত হয়েছে ৩২ জন।
গত সোমবার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহতকে খেপুপাড়া হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার দুপুরে হাসপাতালে নুর ইসলাম হাওলাদারের গ্রুপের ভর্তি হওয়া রোগীদের বেডে থাকা অবস্থায়ই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আশিক তালুকদারের বিরুদ্ধে কিল-ঘুষি-লাথি মারার অভিযোগ পাওয়া গেছে। রোগীদের হুমকি দিয়েছে বিকেলের মধ্যে হাসপাতাল ত্যাগ না করলে পুনরায় এসে রগ কেটে দেয়ার। সন্ধ্যা ৬ টার দিকে বালিয়াতলী স্টেশনে পুনরায় দু’গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ১২ জন। এদের মধ্যে ৯ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে সরকারি খালের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মারাত্মক আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধূখালী গ্রামের নুর-ইসলাম হাওলাদারের নেতৃত্বে নাজমুল, ফেরদৌস, সমেজ উদ্দিন ও এনামুলসহ ১০-১২ জন ‘কাটাখালী’ নামের সরকারি খালে বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ করে আসছে। মাছ চাষের সুবাদে ওই খালের পানির নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয়। এতে কৃষক তাদের রোপা-আমনের বীজতলা তৈরিসহ অন্যান্য সবজি চাষাবাদ করতে পারছে না। দীর্ঘ দু’মাস ধরে এমন অব¯া’ চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার আগে এলাকার কৃষকরা ওই বাঁধ কাটতে গেলে তাদের উপর হামলা চালিয়ে আহত করা হয়।
মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার এ প্রতিনিধিকে বলেন, কামাল উদ্দিন হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদরের নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী জোরপূর্বক সরকারি খাল দখল করে মাছ চাষ করে আসছে। পানির নিয়ন্ত্রণও তাদের ইচ্ছানুযায়ী হয়। এতে এলাকার কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। কৃষকরাই ওই বাঁধ কাটতে গেলে তাদের উপর হামলা চালানো হয়।
এদিকে অভিযুক্ত নুর ইসলাম হাওলাদার এ প্রতিবেদককে জানান, তিনি ওই খালের লীজ এনে মাছ চাষ করছেন।
অন্যদিকে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে।
খেপুপাড়া হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মিলি সাংবাদিকদের জানান, উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।