নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আজম আলী নামে শত বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌণে পাঁচটার দিকে ওই গ্রামের শত বছর বয়সী আজম আলী নিজ টিনসেড ঘরের টিনের বেড়ায় স্পর্শ করেন। কিন্তু আগে থেকেই ওই টিনের বেড়ায় বৈদ্যুতিক তার জড়িয়ে পুরো বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। ফলে আজম আলী স্পর্শ করা মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সাথেসাথেই মারা যান।
পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বুধবার তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়।