রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কুয়াকাটায় জাতীয় উদ্যান সংলগ্ন সমুদ্র সৈকত থেকে ট্রাকে ভরে বালু কেটে নিয়ে যাচ্ছে সিকদার রিসোর্ট এন্ড ভিলাস নামের একদল ভুমি দস্যুরা।
গতকাল বুধবার বিকেলে সৈকতের এ বালু নিয়ে তাদের নিজস্ব গরুর খামার ভরাট করা হচ্ছে বলে জানান বালু শ্রমিকরা। কোন প্রকার নিয়ম-নীতি ও অনুমতির তোয়াক্কা না করেই বীরদর্পে এ বালু কেটে নিয়ে যাচ্ছে।
স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, এ বালু কেটে নেওয়ার বিষয়ে তারা কিছুই জানে না। সৈকত থেকে বালু নেয়া নিষেধ থাকলেও সিকদার রিসোর্ট কর্তৃপক্ষ এ নিষেধ মানছে না। বালু কেটে নেওয়ায় ব্যাপক ঝুঁকিতে রয়েছে সৈকত এলাকা। সিকদার রিসোর্ট কর্তৃপক্ষের এহেন কর্মকান্ডে বিস্ময় ও হতবাক স্থানীয়রা। এ অবৈধ কর্মকান্ডের ফলে কুয়াকাটা সৈকতসহ জাতীয় উদ্যান বালু ক্ষয়ের কারনে ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের ভাষ্য, সিকদার রিসোর্ট কর্তৃপক্ষ বালু কেটে নেওয়ার ফলে আরও ঝুঁকিতে পড়বে সৈকত এলাকা।
কুয়াকাটায় প্রভাবশালী বিনিয়োগকারী সিকদার রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সৈকত লাগোয়া সরকারী জমি দখলসহ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। প্রভাবশালী এই বিনিয়োগকারীর বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস কর্তৃপক্ষ সরকারী জমি দখলসহ ট্রাক ভরে বালু কেটে নিলেও নিরব রয়েছে প্রশাসন।
বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সিকদার রিসোর্টের লোগো সম্মিলিত ট্রাকে বালু কেটে ভরছে। বালু কাটার কাজে নিয়োজিত ট্রাক চালক রাসেল ও রফিক এ প্রতিনিধিকে বলেন, সিকদার রিসোর্ট’র জনৈক ইঞ্জিনিয়ারের নির্দেশে বালু কেটে নিচ্ছে তাঁরা।
রাসেল ও রফিক আরও জানায়, সমুদ্রের মাঝেও সিকদার রিসোর্ট কর্তৃপক্ষের জমি রয়েছে। এ ব্যাপারে সিকদার রিসোর্ট কর্তৃপক্ষের কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে পাঠিয়ে সিকদার রিসোর্ট কর্তৃপক্ষের বালু কাটা বন্ধ করা হয়েছে। এরপরও যদি তারা সৈকত থেকে বালু কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।