1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

ফেনী: ফেনীতে শাহ জালাল (২৬) নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় সাগর নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাত ৩টার দিকে শহরতলীর সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহ জালাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জাব্বারের ছেলে। তিনি প্রতি বছর ফেনীতে এনে কোরবানির পশু বিক্রি করতেন।

feny2

পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ১৪ টি গরু নিয়ে শাহজালাল প্রতি বছরের ন্যায় এবারও ফেনী আসেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শাহ জালালের গরুবোঝাই ট্রাক ফেনীর সাহেব বাজার অতিক্রম করার সময় স্থানীয় কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (ভাগিনা কালাম) ট্রাকের পিছু নেন। ট্রাকটি ফেনী গার্লস ক্যাডেট কলেজ পার হয়ে সৈয়দ নগরের শাহ জালালের চাচাতো ভাইয়ের বাসার সামনে পৌঁছালে ভাগিনা কালাম ও তার সহযোগীরা শাহ জালালকে অস্ত্রের মুখে জিম্মি করে। তার চিৎকার শুনে ঘর থেকে তার চাচাতো ভাই আল আমিন বের হলে তাকেও মারধর করা হয়।

আল আমিনের স্ত্রী সুমি বলেন, কাউন্সিলর কালামের পায়ে ধরে স্বামীকে ছাড়িয়ে নিলেও শাহ জালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পুলিশ সুলতানপুর এলাকার একটি পুকুর থেকে শাহজালালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com