1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২০ অপরাহ্ন

শেরপুরে কিশোরীকে তোলে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

শেরপুর : শেরপুরের পাঞ্জরভাঙ্গা গ্রামে দুই বন্ধু মিলে বারো বছর বয়সী মাদরাসা পড়ুয়া প্রতিবেশি এক কিশোরীকে তোলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের জনৈক ইলিম উদ্দিনের বারো বছর বয়সী মাদরাসা পড়ুয়া কিশোরী কন্যা তার চাচার টিউবওয়েল থেকে পানি আনতে যায়। জগে পানি ভর্তি করে ঘরে ফেরার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশি ফুরকান (২০) এবং শাহীন (১৬) দুই বন্ধু মিলে পেছন থেকে কিশোরীর মুখ চেপে ধরে ও একটি পতিত জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে দুই বন্ধু মিলে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভীত কিশোরী পার্শ্ববর্তী ইমরান হোসেনের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে ইমরান ঘটনা শোনে কিশোরীকে বাড়ি পৌছে দেয়।

কিন্তু সম্মানের ভয়ে কিশোরীর পরিবার বিষয়টি চেপে গেলেও শুক্রবার থানা পুলিশ গোপনে সংবাদ পায়। পরে কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত ফুরকান একই গ্রামের প্রতিবেশি তমছের আলী ও শাহীন একই গ্রামের হারেজ আলীর ছেলে এবং ফুরকান সম্পর্কে ওই কিশোরীর মামা লাগে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com