শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভিজিএফ এর স্লিপ কালোবাজারে ফরিয়াদের কাছে বিক্রি এবং রাতের আঁধারে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের অভিযোগ ওঠেছে। শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে বিতরণ বন্ধ করে চলে যান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যরা।
সরেজমিনে গেলে দেখা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ট্যাগ অফিসার সাইফুল ইসলাম ও ইউপি সদস্যদের উপস্থিতিতে চাল বিতরণ চলছিল। এসময় ইউনিয়ন পরিষদের বারান্দায় চাল ব্যবসায়ীরা অপেক্ষা করে ভিতরে তাদের লোকজন ৫-১০টি করে স্লিপ (ক্রমিক নাম্বারসহ জাতীয় পরিচয়পত্র) নিয়ে অপেক্ষা করে। চাল বিতরণের মাস্টার রোল নিয়ন্ত্রণ করে চেয়ারম্যানের নিজস্ব লোক সুজন সরকার ও ইউপি সদস্যগণ। চাল নিতে আসা অধিকাংশ ব্যক্তির সাথে স্লিপের নাম-ঠিকানার মিল খোঁজে পাওয়া যায়নি। একজনের নিকট থেকে একাধিক স্লিপ জমা নেওয়া হলেও মাস্টার রোলে টিপসই দিয়েছেন সুজন সরকার ও এক ইউপি সদস্য। এরপর ভিতর থেকে চাল নিয়ে ইউনিয়ন পরিষদের বারান্দায় চাল ব্যবসায়ীরা বস্তাবন্দি করে অটোরিকশায় তুলে। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাল নিতে আসা লোকজনের সাথে অশালীণ আচরণ শুরু করেন। একপর্যায়ে রাতেই ইউনিয়ন পরিষদ মাঠে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে চাল বিতরণ বন্ধ করে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা চলে যান।
স্থানীয়দের অভিযোগ, চাল বিতরণের অধিকাংশ স্লিপ টাকার বিনিময়ে চাল ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দিয়েছেন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
সাংবাদিকের উপস্থিতি থাকাকালীন এক ব্যক্তি অন্যোর আইডি কার্ড নিয়ে চাল নিতে আসে। এসময় তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা তার স্ত্রী’র আইডি কার্ড। পরে আইডি কার্ড হাতে নিয়ে তার স্ত্রীর নাম জানতে চাইলে তিনি তখন নাম বলতে পারেননি। একপর্যায়ে তিনি স্বীকার করেন, আইডি কার্ডধারী তার পরিচিত না। ইউপি মেম্বার চাল নেওয়ার জন্য কার্ড দিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সাইফুল ইসলাম বলেন, মাস্টার রোল ও চাল বিতরণ একসাথে দেখা সম্ভব না। চালের পরিমাপ সঠিক দিচ্ছে কিনা আমি সেটা তদারকি করেছি। ইউপি সদস্যরা মাস্টার রোল অনুয়ায়ী স্লিপ যাচাই করে দিয়েছেন।
সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান, রাতে চাল বিতরণের নিয়ম নেই। কিন্তু লোকজন থাকায় চাল বিতরণ করেছি। একই ব্যক্তির কাছে একাধিক স্লিপ থাকার বিষয়ে বলেন, তারা তাদের পরিবারের লোকজনের স্লিপ নিয়ে এসেছে। তিনি আরো বলেন, ট্যাগ অফিসার একই ব্যক্তিকে দুটি স্লিপ দিয়ে চাল দেওয়ার অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, বিয়য়টি নিয়ে আমি চেয়ারম্যানের সাথে কথা বলব। বাকী চাল বিতরণ মাস্টার রোল অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, একদিনে বিতরণ শেষ করার প্রস্তুতি নিলে সেক্ষত্রে সন্ধ্যা হতে পারে।