1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের সাথে সংবাদকর্মীর ভুল বুঝাবুঝির অবসান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল ও দুইজন সংবাদকর্মীর সাথে পারস্পরিক ভুল বুঝাবুঝির ঘটনার অবসান হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী থানায় উভয়পক্ষের বৈঠকের মাধ্যমে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে এ অবসান ঘটে।
জানা গেছে, গত ১২ জুলাই সোমবার জেটিভি অনলাইন ও জয়যাত্রা অনলাইন টিভি এর দুই সংবাদকর্মী শফিউল আলম সম্রাট এবং আলমগীর হোসেন কাকরকান্দি ইউনিয়নে এলজিএসপি প্রকল্প পরিদর্শনে যান। পরে উল্লেখিত সংবাদের আলোকে ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল এর মতামত জানতে যান সংবাদকর্মীদ্বয়। এসময় চেয়ারম্যান অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) শ্রমিকদের প্রাপ্য বিলের চেক বিতরণে ব্যস্ত ছিলেন। ফলে ফোন করে সময় নিয়ে পরবর্তীতে আসতে অনুরোধ করেন। সংবাদকর্মীদ্বয় প্রকল্প পরিদর্শন শেষে পুনরায় একই বিষয়ে মতামতের জন্য গেলে ব্যস্ত থাকায় চেয়ারম্যান পুনরায় পরে আসতে বলেন এবং একপর্যায়ে রাগান্বিত হয়ে চলে যেতে বলেন। এসময় বিব্রতকর পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে সংবাদকর্মীদ্বয় নালিতাবাড়ী এসে চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল এর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল পরদিন মঙ্গলবার নালিতাবাড়ী থানায় সংবাদকর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দাখিল করেন। এমতাবস্থায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনা তদন্তে যান। একপর্যায়ে বিষয়টি শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ পর্যন্ত গড়ালে তারা বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন।
এরই প্রেক্ষিতে ১৫ জুলাই বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী থানায় বিষয়টি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেরপুর প্রেসকাঅবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, প্রথম আলো প্রতিনিধি আব্দুুল মান্নান সোহেলসহ অন্যান্য সংবাদকর্মী এবং ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল উপস্থিত ছিলেন। পরে উভয়পক্ষের আলোচনার প্রেক্ষিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের উপস্থিতিতে ভুল বুঝাবুঝির নিরসন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com