নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর প্রবীণ রাজনীতিবিদ, সাবেক এমএনএ ও এমএলএ প্রয়াত আব্দুল হাকিম সরকার এর পত্নী সাহের বানু করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্যদিকে গড়কান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছেন।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল চারটা চল্লিশ মিনিট ও চারটা পঞ্চাশ মিনিটের সামান্য সময়ের ব্যবধানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, সাবেক এমএনএ ও এমএলএ মৃত আব্দুল হাকিম সরকার এর সহধর্মীনি সাহের বানু দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে শহরের আড়াইআনী বাজারস্থ বাসায় আইসোলেশনে ছিলেন। শুক্রবার বিকেল চারটা চল্লিশ মিনিটের সময় বাসাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, আট কন্যা ও নাতি-সাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত দশটায় নিজ গ্রামের বাড়ি নিজপাড়া মাদরাসা মাঠে তার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
অন্যদিকে গড়কান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান বার্ধক্যজনিত অসুস্থতায় বিকেল চারটা পঞ্চাশ মিনিটের সময় গড়কান্দা নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক কন্যা ও তিন ছেলেসহ অন্যান্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাত সাড়ে নয়টায় গড়কান্দা ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা শেষে শাহী কবরস্থানে দাফন করা হবে।
উভয়ের মৃত্যুতে নালিতাবাড়ীর বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।