হালুয়াঘাট (ময়মনসিংহ) : করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণ সহায়তা ঢেউটিন ও চেক এবং খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হালুয়াঘাট-ধোবাউড়া) ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্মসম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, গাজিরভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত জয়িতা মার্কেটের ২১জন, মটর শ্রমিক ৭শ ৫০ জন, রবিদাস ৭৬ জন, চা বিক্রেতা ১৬ জন, হিজড়া সম্প্রদায়ের ১২ জন ও আনসার সদস্য ৩৫ জনের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়।
এছাড়াও দুঃস্থ ও অসহায় ৬০ জন পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেফটিন বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জুয়েল আরেং বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্যে ও দেশের মানুষের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতীতের কোন সরকার মানুষের জন্য এমন সহায়তা দেননি। আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় এসেছে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছে। করোনায় কোন মানুষ না খেয়ে মারা যাবে না। আমরা সবসময় মানুষের সুখে-দুঃখে তাদের পাশে আছি।