স্টাফ রিপোর্টার: ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ রোপা-আমন মৌসুমে সাম্প্রতিক বন্যায় সম্ভব্য ক্ষতি পুষিয়ে নিতে ও উৎপাদনের দ্বারা অব্যহত রাখার লক্ষ্যে পূর্ণবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হালুয়াঘাট-ধোবাউড়া) ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. তৌহিদুর রহমান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্মসম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন শামিম প্রমুখ।