মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ও নলকুড়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই ) দিনভর ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও নলকুড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া ইউনিয়ন দুইটির মধ্যে ধানশাইলে ইউনিয়নের ১১১২ ও নলকুড়ায় ১৩৬৩ দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সাহিনা বেগম ও সাইফুল ইসলাম এবং স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারসহ ইউপি সদস্যগণ।