আন্তর্জাতিক ডেস্ক : ঈদের মাত্র দুদিন আগে আল-আকসা মসজিদে ইসরাইলের অভিযানের বিরুদ্ধে তীব্র জানিয়েছে ফিলিস্তিন।
প্রার্থনারত মুসুল্লিদের ওপর রবিবার (১৮ জুলাই) ইসরাইলের পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস ও রাবারে মোড়ানো ইস্পাতের বুলেট নিক্ষেপ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত ইসরাইলের দখলকৃত দক্ষিণ তীর এক বার্তায় জানায়, আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরাইলের এ আগ্রাসনের ফলে উত্তেজনা বৃদ্ধির জন্য দখলদার ইসরাইল সরকার পুরোপুরি দায়ী।
সেখানে ইহুদীদের ভ্রমণ উস্কানিমূলক এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা উপর মারাত্মক হুমকি বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
এদিকে ইসরাইলের পুলিশ জানায়, ভোরের দিকে টেম্পল মাউন্টের হাটার পথে পুলিশকে লক্ষ্য করে ফিলিস্তিনের যুবকরা পাথর নিক্ষেপ করেছিল। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।