1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

আদালতকে যা বললেন মডেল পিয়াসা-মৌ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ঢাকা : মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলায় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানার মামলায় দুই দিন এবং ভাটারা ও খিলক্ষেত থানার মামলায় তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

অপরদিকে, মাদক আইনে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মডেল মরিয়ম আক্তার মৌয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করে সিআইডি। গুলশান থানার মামলায় ফের ১০ দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন এবং খিলক্ষেত থানার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মৌয়ের ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিকালে পিয়াসা আদালতকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ বলছে, জিসানের ডেইরি ফার্মে গরু ব্যবসার নামে মাদক কেনাবেচার কথা। জিসান গরুর ব্যবসা করেন। কিন্তু আমি গরুর ব্যবসার সঙ্গে জড়িত না। কোরবানি উপলক্ষে অন্যরা যেমন গরু কিনতে গিয়েছিল, তেমনই আমিও সেখানে গিয়েছিলাম গরু কিনতে। আর মিশুর হলো গাড়ির ব্যবসা। ৭-৮ বছর আগে তাদের সাথে আমার পরিচয়। আমি শিউর করে বলতে পারব, আমরা মাদক ব্যবসার সাথে জড়িত, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ আমার সাবেক স্বামী। তাদের সাথে আমার পাল্টাপাল্টি মামলা আছে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। আমাকে হুমকিও দেওয়া হয়। আমি চক্রান্তের শিকার। চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে।’

পিয়াসা আরও বলেন, ‘আমি একটা ভালো পরিবেশে বড় হয়েছি। ভালো একটা জব করি। আগে আমি এশিয়ান টেলিভিশনেও কাজ করেছি। হঠাৎ কয়েকদিন আগে আমার ও আরেকজনের বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে ৭০০ পিসের মতো ইয়াবা, আবার আমার বাসা থেকেও একই পরিমাণ ইয়াবা উদ্ধার দেখানো হয়। তারপর আমাদের আটক করা হয়।’

মৌ আদালতকে বলেন, ‘আমি মদ বা ইয়াবা কিছুই খাই না। এসব ব্যবসার সাথেও আমি জড়িত না।’

গত ১ আগস্ট রাতে পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই দিনে মৌয়ের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com