কক্সবাজার : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে শাপলাপুর বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী।
তিনি বলেন, একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য বাহারছড়া শাপলাপুর এলাকায় জমায়েত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন নারী পুরুষ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ১৩৮ যাত্রী বহন করে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত ও ৭৩ জন জীবিত উদ্ধার হয়।