নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিয়েছে দুই স্কুলছাত্র কিশোরের প্রাণ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- দক্ষিণ বারমাইসা এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থী হামিদুল (১৫) এবং লয়খা নবউচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বারমাইসা গ্রামের হামিদুল তার বাবার মোটরসাইকেলে করে মারুফ হোসেনকে নিয়ে বেড়াতে যায়। কিন্তু মোটরসাইকেলের সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যায় সে। এমতাবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকলে বারমাইসা বাজারের আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে স্ট্যান্ড না তোলার রাস্তার সাথে স্ট্যান্ড আটকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আরোহী মারুফ। এদিকে হামিদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০১৩৪) ও হেলপার ফরহাদ (৩০) কে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।
– শফিউল আলম লাভলু