আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়ার দেগু ও ছংদো এলাকা ‘স্পেশাল কেয়ার জোন’ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকতে বলা হয়েছে।
শনিবার দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় ইতিমধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
বড় ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আগে সবাইকে সতর্কমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে সে দেশের সরকারের পক্ষ থেকে।