ঢাকা: হত্যা নয়, আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে এ কথা জানিয়েছে।
পিবিআই জানায়, সালমান শাহ খুন হননি। তিনি আত্মহত্যা করেছিলেন। এর কারণ ছিল শাবনূরের সঙ্গে অতিরিক্ত সখ্যতা, সামিরার সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ, সন্তান না হওয়া।
সোমবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদরদপ্তরে সালমান শাহ হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা সালমান শাহ’র সুইসাইডাল নোট পেয়েছি। সুইসাইডাল নোট বিষয়ে হস্তলিপি বিশারদ জানান, এটি সালমান শাহ’র হাতে লেখা।’
তদন্তে পিবিআই ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় ৪০ জনের সাক্ষ্য নিয়েছে। ১৬৪ ধারায় ১০ জনের জবানবন্দি নেওয়া হয়।
সাক্ষীরা জবানবন্দিতে জানিয়েছে, নায়িকা শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ট সম্পর্ক ছিল। প্রায় বাসায় আসতেন শাবনূর। এ নিয়ে সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ঝগড়া হতো। সালমানের আত্মহত্যা করার এক মাস আগে এসব বিষয়ে ঝগড়া করে সামিরা চট্টগ্রাম চলে গিয়েছিলেন।
সালমান শাহ এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআই জানায়, তিন পাখাওয়ালা ফ্যান জব্দ করা হয়। দাবি করা হয়, ওই ফ্যানে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ।
২০১৬ সালের ৬ ডিসেম্বর আলোচিত এ মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।