ঢাকা: চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ পেতে বাড়তি মূল্য মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিদ্যুতের মূল্য সমন্বয় করার জন্যই উৎপাদন খরচ মিলিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য বিদ্যুতের দাম পাঁচ থেকে আট টাকা বাড়ানো হচ্ছে।’
শুক্রবার সন্ধ্যায় হাতিরপুলের শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিদ্যুৎ ও পানির সেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনার আমলে এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার নেই, এই হাহাকার যেন আর কখনও না হয়। এই পানি বিদ্যুতের সরবরাহ যাতে অব্যাহত থাকে। এখন ৯৬ ভাগ মানুষ সুবিধা পাচ্ছে। এই মুজিববর্ষে শেখ হাসিনার অঙ্গীকার, শতভাগ মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেব।’’
“আজকে বিদ্যুতের মূল্য সমন্বয় করার জন্যই উৎপাদন খরচ মিলিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য বিদ্যুতের পাঁচ থেকে আট টাকা বাড়ানো হচ্ছে। এটা সাময়িক, এটা একশত ভাগের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য সাময়িক একটু কষ্ট হবে। এরপরেও সরকারকে সাড়ে তিন হাজার টাকা বিদ্যুতের জন্য ভর্তুকি দিতে হবে।”
মন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের উৎপাদন খরচ মেটানোর জন্য সাময়িকভাবে এই দুর্ভোগটা আমি আশা করি আপনারা মেনে নেবেন। সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সাময়িক এ ব্যবস্থা নেয়া হয়েছে।’’
শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক।
সভা শেষে শহীদ সেলিম-দেলোয়ারের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।