অর্থ ও বাণিজ্য ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট ১০ শতাংশ কমানো হবে। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘আজ প্রধানমন্ত্রী ভোজ্যতেলের ওপর থেকে আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট কমাতে আমাদের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল আমদানি করা হয়। সেখান থেকে ১০ শতাংশ কমানো হলে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। ভোক্তা পর্যায়েও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কি না, ব্রাজিল বলতে পারবে। কারণ, ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।’
টিপু মুনশি বলেন, ‘যার ৫ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। রমজান উপলক্ষে সবাই কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার, আমরা ততটুকুই যেন কিনি। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না। রমজান মাসে প্রয়োজনের অতিরিক্ত ভোজ্যতেল না কেনার জন্য অনুরোধ করছি।’
পণ্যে সঙ্কট আছে কি না, জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ পণ্য মজুত আছে। সেটা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। এখন দামটা কেমন হবে, সে কথা হতে পারে। কেউ কেউ মজুত করে রাখছে, সেটি বড় সমস্যা। টিসিবি ১ কোটি পরিবারকে পণ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।’
সামনের দিনগুলোতে পণ্যের দাম কেমন হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘পণ্যের দাম কমতেও তো পারে। আমরা চেষ্টা করছি, রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য। আমরা প্রতি লিটার তেলের দাম ১৬৮ টাকা নির্ধারণ করে দিয়েছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এসআরও হলে পরে আমরা সঠিক দামটা বলতে পারব। আশা করছি, আজ অথবা কালকের মধ্যে চিঠিটা আমরা পেয়ে যাবো।’
মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ব্যবসা করবেই। এজন্য তাদের অনুরোধ জানিয়েছি যে, রমজান মাস পর্যন্ত আপনারা জিনিসপত্রের দাম বাড়াবেন না। বাইরে দেশের কোম্পানিগুলো রমজান বা ঈদে ডিসকাউন্টসহ বিভিন্ন অফার দেয়, আমাদের দেশে সেটি নেই। আমরা আমাদের সব শক্তি দিয়ে কাজ করছি।’
টিসিবির পণ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘টিসিবির পণ্য দেওয়ার বিষয়ে প্রস্তুতি আছে। কিন্তু, কিছু মানুষ এটাকে আবার পেশা হিসেবে নিয়েছেন। সেজন্য কীভাবে সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য দেওয়া যায় এবং তাদের তালিকা করে দেওয়া যায় কি না, সেটা ভাবছি। এছাড়া, ভোটের সময় ব্যবহার করা অমোচনীয় কালি ব্যবহার করেও যদি তাদের চিহ্নিত করা যায়, সেটিও দেখা হচ্ছে।’
বিশ্ব ভোক্তা অধিকার দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা। প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যাতে সহজে অভিযোগ করতে পারে সেজন্য চালু করা হয়েছে ‘‘ভোক্তা বাতায়ন’’ শীর্ষক হটলাইন সার্ভিস, যার নাম্বার ১৬১২১। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভোক্তারাও অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।’
ই-কমার্সে ভোক্তার অধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একজন ১০টি মোটরসাইকেল কেনার যৌক্তিকতা নেই। সে ব্যক্তি ১০টি কিনে ব্যবসা করতে চায়। তখন সে তো ভোক্তা থাকে না, ব্যবসায়ী হয়ে যায়। ফলে, সেটি নিয়ে ভাবতে হবে। ইভ্যালির বিষয়ে আমরা কিছু করতে পারব না, বিচার বিভাগে সেটি চলে গেছে। তবে, অন্যান্য যেগুলো ক্লিয়ারেন্স পেয়েছি, সেগুলো পেমেন্ট করে দিচ্ছি।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘সেবা খাতেও ভোক্তা অধিকারের প্রচুর কাজ করার আছে। এ খাতে ক্রেতারা প্রতারিত হচ্ছে। আমরা পণ্যের বাইরে সেবা খাত নিয়েও কাজ করব।’