আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে নয়াদিল্লি সরকার।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, দিল্লির সব সরকারি, বেসরকারি, দাতা সংস্থা পরিচালিত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। টুইটে দেয়া এক বার্তায় তিনি বলেন, কোভিড-১৯ এর সম্ভাব্য বিস্তার রোধে পূর্ব-সতর্কতা হিসেবে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাকি পর্যটকদের একজনের শরীরে মঙ্গলবার করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। একই সঙ্গে পরীক্ষায় ওই পর্যটকের স্ত্রীও করোনা সংক্রমিত বলে নিশ্চিত করেছে দিল্লি।
এদিকে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলজিয়াম সফর বাতিল করেছেন। দেশটির রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইন্দো-ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল মোদির।
অন্যদিকে বুধবার এক টুইট বার্তায় এ বছরের হলি উৎসবে যোগ দেবেন না বলে জানান নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা গণজমায়েত কমানোর পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি চলতি বছরের হলি উৎসবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন থেকে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৩০৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া এ ভাইরাস বিশ্বের ৮০টিরও বেশি দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৩৬ জন। চীনের বাইরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইউরোপের দেশ ইতালিতে। এ দুই দেশেই বৃহস্পতিবার পর্যন্ত ১০৭ জন করে মানুষের প্রাণ গেছে।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া ট্যুডে।